পদ সংখ্যা-৪৫৯জন
বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে 2021 এ ডিইও(DEO)ব্যাচের যোগ দেয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ 5 ই আগস্ট 2020।
সার্কুলার এর পিডিএফ (Circular PDF) এবং এপ্লাই লিংক (Apply Link) পেতে নিচে যান ।
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।
উপযুক্ততা
ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ
বয়স ঃ
১ জানুয়ারি ২০২১ তারিখে অনূর্ধ্ব 30 বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ঃ
সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক /প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার /মেকানিক্যাল /ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক {এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.00 এবং স্নাতক স্নাতক পরীক্ষায় সিজিপিএ 2.5 (4 স্ক্যালে )} (উচ্চ শিক্ষা সম্পন্ন করে প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে)
বৈবাহিক অবস্থা ঃ
অবিবাহিত।
নিয়োগ ঃ
চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে "অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট" পদে নিয়োগ করা হবে।
বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজাভ কমিশন বিএনভিআর (BNVR) সাপ্লাই শাখা পুরুষ-মহিলা
বয়স ঃ
১ জানুয়ারি ২০২১ তারিখে অনূর্ধ্ব 30 বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ঃ
সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক /প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার /মেকানিক্যাল /ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক {এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.00 এবং স্নাতক স্নাতক পরীক্ষায় সিজিপিএ 2.5 (4 স্ক্যালে )} (উচ্চ শিক্ষা সম্পন্ন করে প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে)
বৈবাহিক অবস্থা ঃ
অবিবাহিত।
নিয়োগ ঃ
চূড়ান্ত মনোনয়ন বিএনভিআর (BNVR) অফিসার হিসেবে ৫ বছরের জন্য নিয়োগ করা হবে।পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিধি অনুযায়ী চাকরির স্থায়ী নিয়োগ প্রদান করা হবে ।
শিক্ষা শাখা পুরুষ ও মহিলা ঃ
বয়স ঃ
১ জানুয়ারি ২০২১ তারিখে অনূর্ধ্ব 30 বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ঃ
সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক /প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার /মেকানিক্যাল /ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক {এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.00 এবং স্নাতক স্নাতক পরীক্ষায় সিজিপিএ 2.5 (4 স্ক্যালে )}মনোবিজ্ঞান আইন
দ্রষ্টব্য
ক)উল্লেখিত বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক উত্তীর্ণ হতে হবে ।খ) বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে।
বৈবাহিক অবস্থা ঃ
অবিবাহিত/বিবাহিত
নিয়োগ ঃ
লেফটেন্যান্ট চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং ইন্সপেক্টর সাব-লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনের পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে পরবর্তীতে অফিসার এর আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।
সকল শাখার জন্য শারীরিক মান (ন্যূনতম)
উচ্চতা | ওজন | বুকের মাপ | |
পুরুষ | 162.5 সেন্টিমিটার 5 ফুট 4 ইঞ্চি | 50 কেজি | স্বাভাবিক ৭৬ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি সম্প্রসারিত ৮১ সেন্টিমিটারবা ৩২ ইঞ্চি |
মহিলা | 155 সেন্টিমিটার 5 ফুট 1 ইঞ্চি | 46 কেজি | স্বাভাবিক ৭১ সেন্টিমিটার বা ২৮ ইঞ্চি সম্প্রসারিত ৭৬ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি |
**উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে
আবেদন ফরম পূরণ
অনলাইনে আবেদন পদ্ধতি
আবেদনকারী প্রার্থীকে www.joinnavy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর ডান পাশে Apply now এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে .আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে । যেকোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড (যেমন VISA CARD, MASTER CARD ও American Express ) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, রকেট ,শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, q-cash, নেক্সাস )ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত ৭০০ টাকা (অফেরৎযোগ্য)আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে ।আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীগণকে সাক্ষাৎকারের জন্য call-up-letter, Form Commission- 2A ও Personal Information Form ডাউনলোড ও প্রিন্ট করে প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে । যদি কোন প্রার্থী উক্ত কল-আপ লেটার ও ফরম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বর এর নাম রোল নাম্বার ও Tracking নাম্বার প্রদান করা হবে যা পরবর্তী পরবর্তীতে ব্যবহার করে একই ওয়েবসাইট হতে ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
আবেদনপত্র জমা প্রদান
Form Commission- 2A এর সাথে নিম্নবর্ণিত সনদপত্র সংশোধন করে সংযোজন করে প্রাথমিক সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে।
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত রঙিন ছবি ।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসিটের সত্যায়িত ফটোকপি।
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান /পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র।
Post a Comment