বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ দশম ক্যাটাগরি প্রচারিত শূন্যপদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
CIRCULAR টি পেতে নিচে যান।
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।
পদ সংখ্যা–৮৮জন ।
আবেদনের শেষ তারিখ ৩১-০৭-২০২০। ।
বেতনঃ- ২২০০০ - ৫৩০৬০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ৯
পদ সংখ্যাঃ- ০২
বয়সঃ- ২১ থেকে ৩০ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি ।
পদের নামঃ- সহকারী প্রকৌশলী ।
বেতনঃ- ২২০০০ - ৫৩০৬০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ৯
পদ সংখ্যাঃ- ০৩
বয়সঃ- ২১ থেকে ৩০ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- পুর - প্রকৌশল অথবা পানি সম্পদে স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয়ে এ, এম ,আই , ই সার্টিফিকেট ।
পদের নামঃ- ট্রাফিক সুপারভাইজার ।
বেতনঃ- ৯৩০০ - ২২৪৯০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ১৬
পদ সংখ্যাঃ- ১৮
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং এর জ্ঞান ।
পদের নামঃ- গাড়ী চালক ।
বেতনঃ- ৯৩০০ - ২২৪৯০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ১৬
পদ সংখ্যাঃ- ০৩
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- অষ্টম শ্রেণী পাস, মোটর গাড়ি চালনের লাইছাঞ্চে ।
পদের নামঃ-রেকর্ড কিপার ।
বেতনঃ- ৯৩০০ - ২২৪৯০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ১৬
পদ সংখ্যাঃ- ০১
বয়সঃ- ২৭ থেকে ৩২ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- এসএসসি পাস ।
পদের নামঃ-গ্রীজার ।
পদের নামঃ-মার্ক ম্যান । বেতনঃ- ৯০০০ - ২১৮০০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ১৭
পদ সংখ্যাঃ- ০৫
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- এসএসসি অথবা সমমান এর যোগ্যতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা ।
বেতনঃ- ৮৫০০ - ২০৫৭০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ১৭
পদ সংখ্যাঃ- ৪৯
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ।
পদের নামঃ-লস্কর ।
বেতনঃ- ৮৫০০ - ২০৫৭০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ১৭
পদ সংখ্যাঃ- ০১
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- ডিইপিটিসি হতে ১ বছর মেয়াদী কোর্স অথবা অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী ।
পদের নামঃ-ভান্ডারী ।
বেতনঃ- ৮৫০০ - ২০৫৭০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ১৭
পদ সংখ্যাঃ- ০২
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- অষ্টম শ্রেণী পাস সহ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে ।
পদের নামঃ-ভান্ডারী ।
বেতনঃ- ৮৫০০ - ২০৫৭০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ১৭
পদ সংখ্যাঃ- ০২
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- অষ্টম শ্রেণী পাস সহ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে ।
বেতনঃ- ৮৫০০ - ২০৫৭০ টাকা সহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি ।
গ্রেডঃ- ১৭
পদ সংখ্যাঃ- ০২
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
- অষ্টম শ্রেণী পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা ।
- ১৫/০৩/২০২০ তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে ।
- আগ্রহী প্রার্থীদের ৩১/০৭/২০২০ তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অনলাইনে (online) আবেদন দাখিল করতে হবে ।
- আবেদন করার সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তবলি www.jobsbiwta.gov.bd সাইটে পাওয়া যাবে । অনলাইনে (online) আবেদন করার পর প্রাপ্ত অ্যাপ্লাইড (Applied ID ) আইডিটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে । উক্ত অ্যাপ্লাইড (Applied ID ) আইডিটি রকেটের Biller Number হিসাবে ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে BIWTA এর Biller Number 422 এ আবেদন ফি বাবদ ক্রমিক নং ১ থেকে ২ পদের জন্য ৩২০ টাকা এবং ক্রমিক নং ৩ থেকে ১০ বর্ণিত পদের জন্য ২১৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে , অন্যথায় আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ।
- আবেদনকারীকে নিজ নিজ Applied ID আইডি ব্যবহার করে www.jobsbiwta.gov.bd ওয়েব সাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএস প্রদানের মাধ্যমে অবহিত করা হবে ।
- প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবেনা । মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় প্রার্থীদের আবেদনে উল্লেখ তথ্যাদি সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে ।
- চাকুরীরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে । মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রতিষ্ঠানের নিকট হতে অব্যাহতি পত্র দাখিল করতে হবে ।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর ও মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর
- অসম্পূর্ণ । ভুল তথ্য সম্বলিত আবেদনপত্রে কোন প্রকার যোগাযোগ NOTICE ছাড়াই বাতিল করা হবে ।
- নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে ।
- বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসাবে Husband এর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে ।
- বিআইডব্লিউটিএ নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে ।
Post a Comment