CIRCULAR টি পেতে নিচে যান।
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।
পদ সংখ্যা–১২৭জন ।
আবেদনের শেষ তারিখ ২২-০৭-২০২০।
পদের নামঃ সমাজকর্মী
মাসিক বেতনঃ ২৩১০০(সাকুল্য )
পদ সংখ্যাঃ 127 টি
- আগ্রহী প্রার্থীগণ প্রার্থীর নাম, পিতা বা স্বামীর না্ মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকান, জাতীয়ত, শিক্ষাগত যোগ্যতা , পেশাগত , প্রাসঙ্গিক প্রশিক্ষণ বিবরণ , সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার বিবরণ, যোগাযোগের মাধ্যম (টেলিফোন , মোবাইল এবং ইমেইল আইডি) উল্লেখ করে আগামী ২২ জুলাই ২০২০ তারিখের মধ্যে আবেদন hrmcspb2020@gmail তে প্রেরণ করবেন।
- প্রার্থীর বয়স ৩০ জুন ২০২০ এর মধ্যে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত এবং অভিজ্ঞদের ক্ষেত্রে ৪৫ বছর ।তবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
- প্রকল্পভুক্ত (বান্দরবান , কক্সবাজার ,রাঙ্গামাটি , খাগড়াছড়ি , ভোলা , বরগুনা ,পটুয়াখালী , সিলেট , সুনামগঞ্জ , হবিগঞ্জ , মৌলভীবাজার , শেরপুর , নেত্রকোনা , জামালপুর , কুষ্টিয়া , বাগেরহাট , সাতক্ষীরা , খুলনা , চাঁপাইনবাবগঞ্জ , সিরাজগঞ্জ , নীলফামারী , কুড়িগ্রাম , গাইবান্ধা ও লালমনিরহাট ) জেলার স্থায়ী বাসিন্দাগান অগ্রাধিকার পাবে ।
- আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি সহ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র , জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি স্ক্যান করে পাঠাতে হবে।
- শুধু প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার আমন্ত্রণ জানানো হবে।
- পরীক্ষা বা যাচাই বাছাই পদ্ধতি নিয়োগ কমিটির নির্ধারিত করবেন।
- ত্রুটিপূর্ণ /অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
- কর্তৃপক্ষ নিয়োগ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।
Post a Comment